Fri. Oct 3rd, 2025
Advertisements

20খোলা বাজার২৪, বুধবার, ২৭ জানুয়ারি ২০১৬: শুরু হয়ে গেলো ১১তম যুব বিশ্বকাপ। বাংলাদেশের মাটিতে এটি দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। প্রথম দিনেই মাঠে নেমেছে স্বাগতিকরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার সাথে খেলছে তারা। টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখার সময় ১৭ ওভারের খেলা শেষ হয়েছে। ১ উইকেট হারিয়ে বাংলাদেশের যুবাদের সংগ্রহ ৬৪ রান। পিনাক ঘোষ ৪০ ও জয়রাজ শেখ ১৭ রানে ব্যাট করছেন। ৬ রান করে আউট হয়েছেন সাইফ হাসান। এটি ‘এ’ গ্রুপের খেলা। গ্রুপ ‘সি’ থেকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ফিজির বিপক্ষে ব্যাট করছে ইংল্যান্ড।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের রেকর্ডটা চমৎকার। গত এক বছরে দেশ ও দেশের বাইরে প্রোটিয়া যুবাদের সাথে মুখোমুখি ১৪ লড়াইয়ে ১১বার জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচটি তাই দারুণ আত্মবিশ্বাস নিয়েই খেলতে নেমেছে মেহেদি হাসান মিরাজের দল।
বাংলাদেশের জন্য বরাবরই এই বিশ্বকাপটা হতাশার। সেই অনেক আগে থেকেই মূল দল না পারলেও বাংলাদেশের যুব দল বিশ্বের সব যুব দলের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে। কিন্তু বিশ্বের সামনে প্রমাণের এই মঞ্চে বারবারই পা হড়কে যায়। এই টুর্নামেন্টে তাকে দুটি পর্ব। একটি কাপ। অন্যটি প্লেট। কাপই মূল পর্ব। প্লেটকে বলা যায় স্বান্তনার পর্ব। এই আসরে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য বলতে পঞ্চম হওয়া। সেটিও ২০০৬ সালে। ২০০৮ ও ২০১২ বিশ্বকাপে খেলেছে কাপ পর্বে। আর ১৯৯৮, ২০০৪, ২০১০ ও ২০১৪ সালে বাংলাদেশের অর্জন প্লেট পর্বের শিরোপা।