Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০১৬: জনপ্রিয় টেলিভিশন হোস্ট অপরাহ উইনফ্রে একটি টুইট দিয়েই কামিয়ে নিলেন ১২ মিলিয়ন ডলার। আমেরিকার একটি প্রতিষ্ঠান ‘ওয়েট ওয়াচারস’ নিয়ে একটি টুইট করেছেন। সেখানে লিখেছেন, তিনি ওজন কমাচ্ছেন এবং পাশাপাশি ব্রেড খেয়ে যাচ্ছেন। ৬১ বছর বয়সী এই মিডিয়া মোগল ‘ওয়েট ওয়াচারস’-এর শেয়ারহোল্ডার। এই প্রতিষ্ঠানের জন্যে এটি স্বল্পদৈর্ঘ্যের ভিডিও মেসেজ দিয়েছেন তিনি। সেখানে বলেছেন, ব্রেড খাওয়া অবস্থাতেই তিনি ২৬ পাউন্ড ওজন কমিয়েছেন।
মার্কেট ওয়াচ নামের এক প্রতিষ্ঠান জানায়, ওজন কমানোর ওই ব্র্যান্ডের জন্যে পোস্ট করেন অপরাহ। ওই প্রতিষ্ঠানের ৬ মিলিয়ন ডলারের শেয়ারহোল্ডার তিনি। একটি টুইটের মাধ্যমেই তা বেড়েছে ১৮ শতাংশ। তার টুইটের প্রায় এক ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটে। ১২ মিলিয়ন ডলারের ওই টুইটে একটি ভিডিও লিঙ্ক শেয়ার করা হয়। সেখানে লেখা হয়েছে, ব্রেড খান এবং ওজন কমান। এতে আছে ৩০ সেকেন্ডের একটি ভিডিওবার্তা।
সেখানে উইনফ্রে বলছেন, আমি ২৬ পাউন্ড ওজন কমিয়েছি এবং প্রতিটা দিন ব্রেড খেয়েছি। তবে যে অর্থ কামিয়েছেন তা এখোনি নগদ তুলতে পারবেন না। এর জন্যে অবশ্য শেয়ারগুলো বিক্রি করে দিতে হবে। ২০১৫ সালের অক্টোবর থেকে তিনি ওয়েট ওয়াচারস-এর মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করে আসছেন অপরাহ। এর আগে একই পদে ছিলেন জেনিফার হাডসন এবং জেনি ম্যাককার্থি। সূত্র : ডিএনএ ইন্ডিয়া