খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০১৬: ধূমপান নিয়ে সব গবেষণা মিথ্যা প্রমাণ করেছেন ১১২ বছর বয়সী একজন বৃদ্ধা। তিনি সুদীর্ঘ ৯৫ বছর যাবত প্রতিদিন ৩৫টি করে চুরুট খান! বাতুলি লামিছানে নামের ঐ বৃদ্ধা ১৭ বছর বয়স থেকে এমনভাবে একটানা ধূমপান করে আসছেন।
১৯০৩ সালে জন্মগ্রহণকারী এই নেপালি মহিলা বলেছেন, এই ধূমপান তার সন্তান সন্ততিসহ গ্রামের সকল মানুষকে দীর্ঘ জীবনযাপন করতে সাহায্য করেছে!
তিনি বলেন, ‘আমি কত বৃদ্ধ তা নিয়ে আমি চিন্তিত নই।’ কিন্তু আমি জানি আমি একজন বৃদ্ধ নারী। এ জীবনে আমি অনেক কিছু পরিবর্তন হতে দেখেছি।’
‘আমি গত ৯৫ বছর যাবত ধূমপান করছি। ধূমপানে আমার কোনো সমস্যায় পড়তে হয়নি।’
তবে লামিছানে কোনো বাণিজ্যিক সিগারেট দিয়ে ধূমপান করেন না। তিনি ধূমপান করেন হাতে বানানো বিড়ি যা কিনা কাগজে মোড়ানো তামাক।
লিমুছানের বাড়ির ছাদ গতবছর ঘটে যাওয়া ভূমিকম্পে ভেঙ্গে পড়ে। কিন্তু নিকটস্থ এক হিন্দু মন্দির কর্তৃপক্ষ তাকে তার বাড়ির ছাদ মেরামত করতে এবং জীবনযাপনের জন্য কিছু অর্থ অনুদান হিসেবে দিতে চাইলে তিনি তা নিতে অস্বীকার করেন।
তিনি বলেন, ‘বর্তমান সময়ের মানুষরা খুব বেশি চাপ নেয়। যারা কোনো কাজ করে না, অলস হয় তারা বেশিদিন বাঁচে না। তাই তোমাকে পরিশ্রমী ও চাপমুক্ত থাকতে হবে। তুমি যদি সুখে থাকো তবে তুমি অবশ্যই দীর্ঘজীবি হবে।