Thu. Sep 18th, 2025
Advertisements

10খোলা বাজার২৪, শুক্রবার, ২৯ জানুয়ারি ২০১৬: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ তিনটি ম্যাচ চলছে। গ্রুপ ‘ডি’র একমাত্র ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড খেলছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গ্রুপ ‘সি’র চলছে দুটি ম্যাচ। জিম্বাবুয়ে খেলছে ফিজির বিপক্ষে। স্কটল্যান্ড লড়ছে নামিবিয়ার বিপক্ষে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাট করছে ইংল্যান্ড। আগের ম্যাচে রেকর্ড তিন শতাধিক রানের জুটি গড়া ডেন লরেন্স ও জ্যাক বার্নহ্যাম আছেন ক্রিজে। ১১তম ওভারে ১ উইকেটে ৫৪ রান ইংলিশদের।
লরেন্স ৩৫ ও বার্নহ্যাম ৫ রানে ব্যাট করছেন। চট্টগ্রামেরই এমএ আজিজ স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাট করছে ফিজি। শেষ খবর, ১৩তম ওভারে ২ উইকেটে ৪২ রান তাদের। ডেলাইমাটুকু মারাইওয়াই ৭ রানে ব্যাট করছেন। তার সাথে যোগ দিয়েছেন স্যামুয়েল সনোকোনোকো। কক্সবাজারের শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নামিবিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করছে স্কটল্যান্ড। ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩১ রান তাদের। ওয়াইস শাহ ১৬ রানে ব্যাট করছেন। তার সাথে যোগ দিয়েছেন নেল ফ্ল্যাক।