খোলা বাজার২৪, শনিবার, ৩০ জানুয়ারি ২০১৬ : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও লালমনিরহাটের সাবেক সংসদ সদস্য মজিবর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ৃ রাজেউন)। শনিবার ভোরে রাজধানীর উত্তরায় তার নিজ বাস ভবনে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও নাতনিসহ অংসখ্য গুনীগ্রাহী রেখে গেছেন।
রাজধানীতে জানাজা শেষে মরহুমের লাশ আদিতমারীতে নিয়ে আসা হবে। সেখানেই তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। আদিতমারী উপজেলার কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
তিনি লালমনিরহাট-২ আসন (কালীগঞ্জ ও আদিতমারী) এলাকা থেকে পর পর ৭ বার এমপি নির্বাচিত হয়েছিলেন। জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমটির সভাপতি ছিলেন তিনি। তিনি লালমনিরহাট জেলা পরিষদের প্রথম জেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষকও ছিলেন।