খোলা বাজার২৪, সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০১৬ : সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কোনো দলের অনুগত্য প্রকাশ করা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ ।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে প্রবীণ রাজনীতিবীদ ডক্টর আরএ গণি’র স্মরণে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।
ড. এমাজউদ্দীন আহমদ বলেন, ‘রাষ্ট্রের সরকারি কর্মকরর্তা ও কর্মচারী বিশেষ কোনো দলের অনুগত্য প্রকাশ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
সরকারি কর্মকর্তা ও কর্মচারীরাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা কোনো রাজনৈতিক দল বা সরকারের কর্মচারী না, আপনারা জনগণের সেবক। তাই আপনারা কোনো দলের অনুগত্য প্রকাশ করবেন সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
উন্নয়ন না গণতন্ত্র এটা কোনো বিতর্কের বিষয় নয় উল্লেখ করে তিনি বলেন, ‘গণতন্ত্র ছাড়া সুশাসন সম্ভব নয়। তাই এ দেশে গণতন্ত্র থাকবে না, এটা অবিশ্বাস্য।’
আওয়ামী লীগ ও বিএনপির কাউন্সিল নিয়ে রাজনৈতিক দলগুলোকে জনস্বার্থ বিরোধী কোনো কর্মকাণ্ড না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি আশা করবো এ কাউন্সিল নিয়ে আপনারা জনস্বার্থ বিরোধী কোনো কর্মকাণ্ড করবেন না। কারণ রাজনীতি মানুষের কল্যাণের জন্য, সমস্যার জন্য নয়।’
আয়োজক সংগঠনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খাঁন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমতুল্লাহ প্রমুখ।