Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৬ : যুক্তরাষ্ট্রের কাছ থেকে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) না পেলে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) অর্থহীন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার জাতীয় সংসদের নবম অধিবেশনে সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) শামীম ওসমানের এক শম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, পোষাক শিল্পের উন্নয়নের জন্য আমাদের যা যা করণীয় আমরা তাই করেছি। পোষাক শিল্প নিয়ে যত মিটিং হয় তাদেরকে (যুক্তরাষ্ট্র) জিজ্ঞেস করলে তারা বলেন, আমরা অনেক উন্নতি করেছি, আরো করতে হবে।
তিনি আরো বলেন, আমার আর কী করবো, তা খুঁজে পাচ্ছি না। আমরা এত কিছু করার পরও কেন তারা জিএসপি ফিরিয়ে দিচ্ছে না? বিষয়টি রাজনৈতিক।
বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া ১৭টি জিএসপি কর্মপরিকল্পনার সব শর্তই পূরণ হয়েছে। জিএসপি স্থগিতাদেশ ফিরে না পাওয়ার আর কোনো কারণ নেই। তারা বলছেন পোশাক শিল্প কারখানার কর্মপরিবেশের অগ্রগতি হয়েছে। আরো অগ্রগতি করতে হবে। তবে আর কি অগ্রগতি করতে হবে তা বুঝতে পারছি না।
তিনি আরো বলেন, মার্কিন বাজারে জিএসপি সুবিধা না পাওয়ার কোন কারণ নাই। সব শর্তই পূরণ হয়েছে।রাজনৈতিক কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য অগ্রাধিকার বাণিজ্য সুবিধা পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি।
অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, জিএসপি সুবিধা স্থগিত সত্ত্বেও যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি প্রবাহ অব্যাহত আছে।