Mon. Sep 15th, 2025
Advertisements

10খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৬ : রাজধানীর বেইলি রোডের একটি ভবনের ছয়তলা থেকে ফেলে দেওয়া সেই শিশুকে আদ-দ্বীন হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেকে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে রমনা থানার এসআই হুমায়ুন ওই শিশুকে ঢামেকে নিয়ে আসেন। শিশুটিকে ভর্তির পর ২১১ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে।
এসআই হুমায়ুন জানান, আদ-দ্বীন হাসপাতালে নবজাতক শিশুটিকে য্থাসাধ্য চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয়েছে। শিশুটি প্রাণে রক্ষা পেলেও বাম পা ভেঙে গেছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নেওয়া হয়েছে।
এদিকে ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি সুস্থ থাকলেও তার বাম পা ভাঙা পাওয়া গেছে। আগামীকাল বৃহস্পতিবার শিশুটির চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হবে। অর্থপেডিক্স ডাক্তারদের সমন্বয়ে এ বোর্ড গঠিত হবে। শিশুটির বর্তমানে আড়াই কেজি ওজন আছে। তাকে মায়ের দুধ দেওয়া হবে কি না, সে সিদ্ধান্তও নেওয়া হবে।
এর আগে গত ১ ফেব্র“য়ারি দুপুরে রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনের ছয়তলা থেকে জন্মের পরপরই ওই নবজাতককে ফেলে দেন মা বিউটি আক্তার। তিনি ওই বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন। দুলাভাইয়ের সঙ্গে বিউটির অবৈধ সম্পর্কের ফলে জন্ম হয় শিশুটির।