Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৬ : কোপা ডেলরে সেমি-ফাইনালে ভ্যালেন্সিয়াকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে বার্সেলোনা। এ ম্যাচে হ্যাট্রিক করেছেন বার্সেলোনার প্রাণ ভোমরা লিওনেল মেসি। এর মধ্যদিয়ে লিওনেল মেসি আরও একটি মাইল ফলক স্পর্শ করেছে।
মেসি তার ফুটবল ক্যারিয়ারে ৫০০ গোলের মাইল ফলক ছুঁয়েছেন। ম্যাচ শেষে মেসির গোল সংখ্যা দাড়িয়েছে ৫০১টি। বার্সেলোনার হয়ে মেসির গোল সংখ্যা ৪৩৬টি। আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে মেসির গোল ৪৯টি। বাকি ১৬টি গোল অনুর্ধ্ব-২০ ও অনুর্ধ্ব-২৩ দলের হয়ে। আর্জেন্টিনা হয়ে
বার্সেলোনার জার্সিতে ২৬টি শিরোপা জিতেছে লিওনেল মেসি। তবে আর্জেন্টিনার হয়ে বড় কোন শিরোপা জিততে পারে নি এই ফুটবল জাদুকর। ২০০৮ সালে আর্জেন্টিনার হয়ে অলিম্পিকে সোনা জিতেছিলেন লিওনেল মেসি।