Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

50খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৬ : পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, আমাদের দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে মানুষের চাহিদারও পরিবর্তন হচ্ছে।এখন মানুষ খাদ্যাভাসে পরিবর্তন আনছে।২০৩০ সালে মানুষের ভাতের চাহিদা থাকবে না, তখন মানুষ অন্য খাবার খাবে।বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে এক ব্রেফিংয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ২০২১ সালে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হব। আর ২০৪১ সালে অর্থনৈতিক দিক দিয়ে আমরা এশিয়ার প্রথম হব। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আমারা ২০১৪-২০১৫ সালে জিডিপি ৬ দশমিক ৫৫ শতাংশ অর্জন করেছি। এবছর ৭ দশমিক ৬ শতাংশ লক্ষ্য মাত্রা ধরেছি।
তিনি বলেন, আমরা বর্তমানে ধানের উপর নির্ভরশীল,কিন্তু ২০৩০ সালে আমাদের তেমন ধানের চাহিদা থাকবে না। কারণ মানুষ তখন ভাত খাবে না। যা বর্তমানেও দেখা যাচ্ছে, মানুষ এখন ভাতের পরিবর্তে ফাস্টফুড খাচ্ছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহম্মদ প্রমুখ।