খোলা বাজার২৪, সোমবার, ৮ ফেব্রুয়ারি ২০১৬ : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। তারা কার্যালয়ের সামনে থাকা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া।
সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পল্টন থানার সামনে থেকে একটি নিয়ে এসে অতর্কিত এ হামলা চালায়।
ছাত্রদলের সহ-সভাপতি রাকিবুল ইসলাম রয়েলের নেতৃত্বে এ বিক্ষোভ চলছে বলে জানা গেছে।
‘এলাকা প্রীতি, অর্থ-বাণিজ্য ও পকেট কমিটি, মানি না মানবো না’ শ্লোগান দিয়ে বিএনপির কেন্দ্রীয় অফিসের নিচ তলায় দলের সামগ্রী ও বিক্রিয় কেন্দ্র ভাঙচুর করে তারা। তবে কার্যালয়ের মূল গেট লাগিয়ে দেয়ায় তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারেনি।
এদিকে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তিনটি মোটরসাইকেলে দেয়া আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছে।
বিএনপি কার্যালয়ে ছাত্রদলের হামলা, ভাঙচুর ও আগুন
বাংলাদেশ নিউজ২৪ : সোমবার, ৮ ফেব্রুয়ারি ২০১৬
ভরষব-(৮)রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। তারা কার্যালয়ের সামনে থাকা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া।
সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পল্টন থানার সামনে থেকে একটি নিয়ে এসে অতর্কিত এ হামলা চালায়।
ছাত্রদলের সহ-সভাপতি রাকিবুল ইসলাম রয়েলের নেতৃত্বে এ বিক্ষোভ চলছে বলে জানা গেছে।
‘এলাকা প্রীতি, অর্থ-বাণিজ্য ও পকেট কমিটি, মানি না মানবো না’ শ্লোগান দিয়ে বিএনপির কেন্দ্রীয় অফিসের নিচ তলায় দলের সামগ্রী ও বিক্রিয় কেন্দ্র ভাঙচুর করে তারা। তবে কার্যালয়ের মূল গেট লাগিয়ে দেয়ায় তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারেনি।
এদিকে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তিনটি মোটরসাইকেলে দেয়া আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছে।