খোলা বাজার২৪, সোমবার, ৮ ফেব্রুয়ারি ২০১৬ : আগামী ৭২ ঘণ্টায় দেশের কয়েকটি বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের রাজশাহী, রংপুর, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা রাঙ্গামাটিতে ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদীতে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় সকাল ৬টা ৩৯ মিনিটে।