Wed. May 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40kখোলা বাজার২৪, বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০১৬: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শেখ হাসিনা সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর। নির্বাচনে পরাজিত হলে বা বিএনপি নির্বাচনে অংশ না নিলে সরকার অবৈধ, অনৈতিক, এই কথা বলার দিন শেষ। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলাবিষয়ক অধিদফতরের নিবন্ধনকৃত সেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বুধবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তিমনি চাকমা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ মহিলা অধিদপ্তরের কর্মকর্তারা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত। মন্ত্রী বলেন, অবৈধ সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমানের অনুসারীদের বাংলাদেশের জনগণকে নীতি-নৈতিকতা শেখানোর দরকার নেই। তারা বাংলাদেশে যে অন্যায়-অত্যাচার করেছে সেই ব্যাপারে আল্লাহর কাছে তওবা পড়ুক আর জনগণের কাছে মাফ চাক।
পুলিশের ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, প্রশাসনের দু-একজনের অপরাধ সামগ্রিক চিত্র নয়, বিচ্ছিন্ন ঘটনা। এই বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুলিশ বা জেলা প্রশাসনের মূল্যায়ন করা উচিত নয়। কারণ, প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করছে বলেই আমরা জঙ্গিবাদের উৎপাত থেকে কিছুটা শান্তিতে আছি। দেশবাসী নিশ্চিন্তে ব্যবসা-বাণিজ্য করতে পারছে। সেই দিক থেকে দু-একজনের অন্যায় কাজের জন্য পুলিশ প্রশাসনকে দায়ী করা উচিত নয়।