Fri. Jul 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

25খোলা বাজার২৪, শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০১৬: .উচ্চ আদালতে ‘মহাভারতের কুরুক্ষেত্র মঞ্চায়ন হচ্ছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে.(অব.) মাহাবুবুর রহমান।
অবসরে গিয়ে রায় লেখা নিয়ে সম্প্রতি বিরোধে জড়িয়েছেন সদ্য অবসরে যাওয়া আপিল বিভাগের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং প্রধান বিচারপতি এস কে সিনহা।
শুক্রবার দুপুরে রাজধানী নয়াপল্টন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনে বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় মাহাবুবুর রহমান বলেন, ‘উচ্চ আদালতে বিচারপতিরা একে অপরকে আঘাত করছে। এর ফলে উচ্চ আদালতে মহাভারতের কুরুক্ষেত্র মঞ্চায়ন হচ্ছে।’
ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে টেনে মাহবুবুর রহমান বলেন, প্রহসন জেনেও আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি অংশ নিতে যাচ্ছে। কারণ বিএনপি নির্বাচনবিমুখ দল নয়। আমরা নির্বাচন করব, করতে চাই। তবে সেই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ।
ভারতের নির্বাচন কাঠামোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) প্রধানমন্ত্রীর চেয়েও বেশি শক্তিশালী থাকেন। কিন্তু আমাদের দেশের নির্বাচন কমিশন শক্তিশালী নয়’।
বিএনপির আসন্ন কাউন্সিল প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘আশা করি ১৯ মার্চ বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে, নিশ্চয়ই হবে। অচিরেই ভেন্যু সমস্যারও সমাধান হয়ে যাবে’।
মাহবুবুর রহমান বলেন, ‘এ কাউন্সিলের মাধ্যমে ত্যাগী, স্বচ্ছ চরিত্রের সত্যিকারের জিয়ার সৈনিকরা নেতৃত্বে আসবে। নতুন নেতৃত্ব গণতন্ত্র প্রতিষ্ঠা ও জঙ্গিবাদসহ সামনের চ্যালেঞ্জ মোকাবিলা করবে’।
‘যে যত বড় অবস্থানে আছে, সে ততো বেশি দুর্নীতিতে নিমজ্জিত’এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘দুর্নীতিতে জলপ্রপাত চলছে। ভাষার মাসে এ সব দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত’।
বাংলাদেশ সাংস্কৃতি একাডেমির ১৪তম বর্ষপূর্তি উপলক্ষে এ আলোচনার আয়োজন করে সংগঠনটি।