Wed. May 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খোলা বাজার২৪, শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ : আসন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী bnpi......................পাঁচজনের সুপারিশ লাগবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

রিজভী বলেন, ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের পাঁচজনের সুপারিশ লাগবে। আর ওই পাঁচজন হলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। এই পাঁচজন মিলে একজন চেয়ারম্যান প্রার্থীর নাম অনুমোদনের জন্য সুপারিশ করবেন।

তবে কার কাছে এ সুপারিশ পাঠাবেন কিংবা কে তা অনুমোদন করবে তা এখনো নির্ধারিত হয়নি বলেও জানান তিনি।