Sun. Sep 14th, 2025
Advertisements

27kখোলা বাজার২৪, শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ : চাঁদাবাজির সময় নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে চার সহযোগীসহ র‍্যাব-১৩ এর সদস্য হুমায়ূন কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাদের গ্রেপ্তার করেন বাহিনীরই ১১ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা।
গ্রেপ্তার অন্যরা হলেন- মুন্সীগঞ্জের শাহিদা (৪৫) ও মো. আমজাদ (৩২) এবং রংপুরের মো. মাহবুব ইসলাম (৩০) ও মো. হাসানুজ্জামান (২৪)।
র‍্যাব-১১ এর অধিনায়ক আনোয়ার লতিফ খান বলেন, সোনারগাঁও উপজেলার মো. মহসিন নামে এক ব্যক্তির কাছ থেকে চার সহযোগীসহ হুমায়ূন চাঁদা হিসেবে এক লাখ টাকা আনতে গিয়েছিলেন। তখন তাদের গ্রেপ্তার করা হয়।
খান আরও বলেন, হুমায়ূন এর আগে মহসিনের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা নিয়েছেন। আজকে এক লাখ টাকা বুঝে নেওয়ার কথা ছিল। ঘটনাটি জেনে র‍্যাব-১১ এর সদস্যরা সেখানে ওঁৎ পেতে ছিলেন। হাতেনাতে তাদের গ্রেপ্তারের পর সবাইকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।