Mon. Sep 15th, 2025
Advertisements

38kখোলা বাজার২৪, সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ :  সালমান খানের লাভ লাইফ বলিউডের সবসময়ই আলোচিত বিষয়। একাধিক সম্পর্কে জড়িয়েছেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর। তাঁর পার্টনার হিসেবে কখনও নাম উঠে এসেছে প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের তো কখনও আবার ক্যাটরিনা কাইফের। রণবীরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকে সালমানের সঙ্গে একাধিকবার দেখা গেছে ক্যাটকে।
আর এরপর থেকেই জল্পনা শুরু হয়, তবে, কি ফের কাছাকাছি আসছেন সলমান-ক্যাট ? আর এই জল্পনাই আরও জোরাল করল সম্প্রতি সলমানের সঙ্গে ক্যাটের লং ড্রাইভে যাওয়ায়। কমেডি নাইটসের সেটে ফিতুরের প্রোমোশন সারছিলেন ক্যাটরিনা। হঠাৎই সেখানে হাজির হন সালমান।
আর এরপরই নাকি ক্যাট তাঁর ড্রাইভারকে ছেড়ে দিয়ে সলমানের গাড়িতে উঠে পড়েন। এরপরই তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে কানাঘুসো শুরু হয়। এ বিষয়েই এবার মুখ খুললেন ক্যাট। পুরো বিষয়টিকেই গুজব বলে উড়িয়ে দিয়েছেন ক্যাটের মুখপাত্র। তিনি বলেন, যে খবর বাতাসে ভাসছে তার সবটাই ভিত্তিহীন ও মিথ্যে। কিন্তু, কথাতেই আছে যা রটে তা কিছুটা হলেও ঘটে।