Sun. Sep 14th, 2025
Advertisements

20160214_123108খোলা বাজার২৪, রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৬ :। বিএনপির উপজিলা কাউন্সিলেকে কেন্দ্র করে পিরোজপুর জেলা বিএনপি দুই গুরুপ এখন মুখা মুখী । আজ নেছারাবাদ স্বরুপকাঠী উপজিলা বিএনপির  দুই গুরুপের কমিটি  গঠন হয়। নেছারাবাদ স্বরুপকাঠী উপজিলা বিএনপির কাউন্সিলে দুইটি কমিটি গঠন হয়।একটি সম্ম্যেলনের নেতৃত্বো দেন স্ফরুপকাঠী উপজিলা চেয়ারম্যান জিলাবিএনপির সম্মানিত সদশ্যো ওহিদুজ্জামান ওয়াহিদ। প্রধান অতিথী ছিলেন পিরোজপুর জেলা বিএনপি বিএনপির সিনিয়ার সহসভাপতি জননেতা নাজিরপুর উপজিলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এছাড়া আরো উপস্হিত ছিলেন জেলার সহসভাপতি এ্যাডঃআবুল কালাম আকন,জেলার সহসভাপতি এ্যাডঃ সৈয়দ সাব্বির আহম্মে্‌্দ জেলার সহসভাপতি এলিজা জামান ,জিলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিস্‌ জিলা বিএনপির সম্মানিত সদশ্যো মেজর অবঃ ব্যারিস্টার সরোয়ার হোসেন20160214_114322

দুটি সম্ম্যেলনে দুইটি কমিটি গঠিত হয়। একটির সভাপতি হন মোঃআকরামুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক র্নিবাচিত হন ওয়াহিদুজ্জামান মানিক।

অন্যোটির নেতৃত্বো দেন জিলা বিএনপির সহসভাপতি জনাব ফকরুল আলম।প্রধান অতিথী ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল এছাড়া আরো উপস্হিত ছিলেন জিলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন,যুগ্নোসম্পাদক শেখ শহিদুল্লা শহিদ ।

অন্যোটির সভাপতি হন মোঃফকল আলম ও সাধারন সম্পাদক হন মোঃ জাহিদ উদ্দীন।

এর আগে ৩০ জানুয়ারি পিরোজপুর সদর উপজিলা বিএনপির  দুই গুরুপের দুই কমিটি গঠন হয়। এতে পিরোজপুর জেলা বিএনপির নেতা কর্মীদের মাজে ব্যপক ক্ষোব দেখাদিয়েছে।