Sun. Sep 14th, 2025
Advertisements

26kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৬: স্পিকার এবং সিপিএ-এর চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদীয় গণতন্ত্র চর্চায় সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের বিরাট ভূমিকা রয়েছে। তিনি বলেন, যে কোন দেশের সংসদ সে দেশের গণতন্ত্র চর্চার কেন্দ্র। সংসদে ইস্যুভিত্তিক বিতর্ক দেশের গণতন্ত্রকে সমুন্নত করে। সফররত ৩ সদস্য বিশিষ্ট ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিদল আজ স্পিকারের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্যার কির স্টারমার, এমপি। লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ নামে লেবার পার্টির আট সদস্যের একটি দলের সদস্য হয়ে বাংলাদেশ সফরে আসা স্টিফেন টিমস, এমপি এবং স্টিভ রিড, এমপি বৈঠকে উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে তারা বাংলাদেশের সংসদীয় কার্যক্রম, সংসদে আইন পাসের প্রক্রিয়া, সংসদ সদস্য নির্বাচন পদ্ধতি, অধিবেশনে সংসদ সদস্যদের মাঝে আসন বন্টন প্রক্রিয়া, সংসদ সদস্যদের কার্যক্রম, শিশু পার্লামেন্ট, বাংলাদেশে নাগরিকত্ব গ্রহণের পদ্ধতি, মহিলা চাকরিজীবীদের মাতৃত্বকালীন ছুটির বিধান, কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়ন এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে বাংলাদেশের নেতৃত্ব ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
স্পিকার বলেন, বাংলাদেশে বিগত সংসদগুলোতে বিরোধীদল থাকলেও তারা ওয়াকআউট করে দিনের পর দিন সংসদের বাইরে অবস্থান করেছে। এতে সংসদীয় গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, বর্তমান সংসদে বিরোধীদল ও স্বতন্ত্র সদস্য রয়েছেন। তাঁরা যে কোন সংসদীয় ইস্যুতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাদের মতামত প্রদান করেন। এমনকি তারা প্রধানমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে প্রশ্নও করতে পারেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে মন্ত্রণালয় ভিত্তিক সংসদীয় স্থায়ী কমিটি রয়েছে। এতে মন্ত্রণালয়ের যে কোন কার্যক্রমের ওপর আলোচনা ও দিক-নির্দেশনা প্রদানের সুযোগ রয়েছে। প্রতিনিধিদল সাক্ষাৎ প্রদান করায় স্পিকারকে ধন্যবাদ জানান। স্পিকার বাংলাদেশ সফর করায় ও সংসদ পরিদর্শনে আসায় প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।