Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৬: সম্প্রতি বিশ্ব ভালোবাসা দিবস ও ফাল্গুন উপলক্ষ্যে ঋরহমবৎঢ়ৎরহঃ গবফরধ এর সৌজন্যে প্রকাশিত হল সংগীতশিল্পী আরিফ আহমেদের প্রথম মিউজিক ভিডিও ‘সারাটি জীবন’। গানটির সাথে দ্বৈত কণ্ঠে সুর দিয়েছেন সংগীত শিল্পী অওরিন। গানটি আরিফের প্রথম একক আ্যলবাম ‘তুমি নেই বলে’ থেকে নেওয়া হয়েছে। গানটির কথা ও সুর করেছেন সংগীতশিল্পী নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন গোলাম রাব্বি সোহাগ। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন খান মাহি। ভিডিওটি সিলেটের জাফলং এ নির্মিত হয়েছে। মিউজিক ভিডিওটির মডেল হিসেবে অভিনয় করেছেন শুসমি।
মিউজিক ভিডিওটি আরিফ আহমেদ এর ইউটিউব চ্যানেল ঝওঘএঊজ অজওঋ অঐগঊউ থেকে প্রকাশ করা হয়েছে। আরিফ আহমেদ এর ইউটিউব চ্যানেল ছাড়াও গানটির ভিডিও অধলড়ন জবপড়ৎফং ও ঋরহমবৎঢ়ৎরহঃ গবফরধ চ্যানেলে পাওয়া যাবে। মিউজিক ভিডিও সম্পর্কে আরিফ বলেন – ‘‘আমি চেষ্টা করেছি সম্মানিত দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তিনি আরও বলেন কিছুদনের মধ্যে আরো তিনটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করা হবে। যার মধ্যে ‘মনে মনে’ অন্যতম। গানটির সংগীতায়োজন করেছেন পারভেজ জুয়েল।