খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৬: সাতক্ষীরায় অভিযান চালিয়ে জামায়াতের তিন কর্মীসহ ৪৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে জামায়াতের তিন কর্মী ও নিয়মিত বিভিন্ন মামলার ৪০ জন আসামি রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা (এসআই) কামাল হোসেন খান জানান, গ্রেপ্তারকৃত জামায়াত কর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এছাড়া নিয়মিত মামলায় আরো ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।