খোলা বাজার২৪, বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৬ : ‘গোঁফ চুরি’র কথা শুনেছেন, কিন্তু কখনো কি শুনেছেন কারও চুল চুরি হয়েছে!! কিন্তু এমনটাই হয়েছে অন্ধ্রপ্রদেশের সিমহাচালাম বিখ্যাত বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে। দশ লাখ টাকার মানুষের মাথার চুল চুরি হয়ে গিয়েছে মন্দির চত্বর থেকে। বিশেষ মানের ১০ ব্যাগ চুল চুরি করেছে কোনও অজ্ঞাত পরিচয় ব্যক্তি।
যার দাম অন্তত ১০ লাখ টাকা। ডিসিপি জি রাম গোপাল নায়েক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তাঁদের অনুমান মন্দিরের ভিতরের লোকজনই এই ঘটনার সঙ্গে য্ক্তু। প্রত্যেক বছরই দেশের বিভিন্ন স্থান থেকে পূন্যার্থীরা আসেন এই মন্দিরে। ভক্তরা তাঁদের চুল ভগবানের কাছে অর্পণ করেন। সেই চুল সংগ্রহ করে রাখা হয় মন্দিরের কেশ কান্দানা শালায়।
সেখান থেকে দীর্ঘ, ভালোমানের চুল নিলাম করা হয়। মন্দির সূত্রে খবর, দড়ি দিয়ে মন্দিরের ওই স্টোর রুমে ঢোকে চোর। দরজার গ্রিল কেটে ভেতরে ঢোকে। মন্দিরের এক্সিকিউটিভ অফিসার কে রামচন্দ্র মোহন জানিয়েছেন, বিশেষ মানের ১৫ ব্যাগ চুল রাখা ছিল কেশ কান্দানা সালার কাছে একটি ঘরে। তার মধ্যে চুরি হয়েছে ১০ ব্যাগ। চুরির মামলা রুজু করেছে মন্দির কর্তৃপক্ষ।