Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ripon........................খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৬: নির্বাচিত প্রতিনিধিগণ দেশের প্রভু নয়, জনগণের সেবক মাত্র। তাই রাজনৈতিক প্রতিনিধি বা নেতাদের চারিত্রিক বৈশিষ্ট্য প্রথম এবং প্রধান বিবেচ্য বিষয় দেশ ও জনগণের কল্যাণ এর জন্য সর্বপ্রথম চরিত্রবান প্রতিনিধি বা সেবকের হাতে দেশের দায়িত্ব দেয়া। নয়তো তার হাতে দেশ ও দেশের জনগণ নিরাপদ নয়। ইংরেজীতে একটা প্রবাদ আছে Money is loss nothing loss, health is loss something loss, character is loss everything loss. চরিত্র শেষ হযে গেলে একটা মানুষের আর কিছুই থাকে না। একটি ছাত্র ১০ বছর অধ্যায়ন করার পর এসএসসি পরীক্ষা পাস করে কলেজে ভর্তি হওযার জন্য Character Certificate এর প্রয়োজন হয় আর এই চারিত্রিক সনদে স্বাক্ষর করেন স্কুলের প্রধান শিক্ষক। কারণ প্রধান শিক্ষকের কাছেই অন্য শিক্ষকরা ছাত্রদের ভালো-মন্দ তুলে ধরেন। তাই একজন প্রার্থীকে ভোট দেওয়ার আগে ভোটার যেন তার চারিত্রিক দিক লক্ষ্য রেখে তার প্রতিনিধি নির্বাচন করেন। কারণ সবার আগে চরিত্রবান সেবক নির্বাচন করতে হবে। পিতা যেমন তার কন্যাকে বিয়ে দেয়ার সময় যে বিষয়টি অধিক বিবেচনায় নেন তা হলো, বরের চরিত্র। বর যতো বড়লোকই হোক না কেন কন্যার পিতার কাছে বরের চরিত্রই মুখ্য। একজন ভোটরকেও দেশ ও জনগণে কল্যাণে, কন্যার পিতার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। একজন ব্যাংকারকেও কন্যার পিতার ভূমিকায় অবতীর্ণ হতে হয়। যখন তিনি ব্যাংকের অর্থ একজন গ্রাহককে ঋণ হিসেবে দেন। একজন ব্যাংকার ঋণ দেওযার আগে যে চিন্তা করেন, ঋণগ্রহীতা আদৌ অর্থ যথাযথভাবে ব্যবহার এবং যথাসময় ফেরত দেবেন কিনা। তখন ব্যাংকারকে গ্রহীতার অনেক বিষয় বিশ্লেষন করতে হয়। সাধারনত একজন গ্রহীতার ‘থ্রি সি’ অর্থ্যাৎ ক্যারেক্টর, ক্যাপাসিটি, ক্যাপিটাল বিশ্লেষন করে সিদ্ধান্ত নিতে হয়। ঠিক সেরকমই দেশের জনগণ তার প্রতিনিধি বা সেবক নির্বাচন কারর আগেও যে বিষয় গুলো লক্ষ্য করবেন সেটি হলো তার দেশ প্রেম আছে কিনা, প্রয়োজনের সময় তাকে কাছে পাবেন কিনা, তার পারিবারিক ঐতিহ্য আছে কিনা, সর্বপ্রথম এবং শেষ তার চারিত্রক বৈশিষ্ট্য কেমন। যার মধ্যে ন্যায় নীতি বোধ এবং চারিত্রিক দৃঢ়তা রয়েছে, যতই প্রতিকুলতা আসুক না কেন, তার চারিত্রিক স্খলন হয় না। কেননা তারা মনে করেন, ‘জান যেতে পারে তবু মান দেবনা।’ এ ধরনের রাজনৈতিক প্রতিনিধি বা সেবক বা নেতারা দেশ ও জাতির জন্য মহা মূল্যবান সম্পদ । একদিন এমন সম্পদে দেশ ভরে উঠবে এই প্রত্যাশা করছি। লেখক: দপ্তর সম্পাদক, বাংলাদেশ কল্যাণ পার্টি