Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38kখোলা বাজার২৪, শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০১৬: ০নপাসওয়ার্ড দেওয়ার ঝামেলা থেকে মুক্ত হলো এইচএসবিসি ব্যাংক। অঙ্ক, ক্যারেক্টার বা অক্ষর টিপে টিপে পাসওয়ার্ড দিতে হবে না ব্যাংকের ক্লায়েন্টদের। বায়োমেট্রিক পদ্ধতিতে সবার পরিচয় শনাক্ত করা হবে। ফিঙ্গারপ্রিন্ট এবং ভয়েস রিকগনিশন পদ্ধতি ব্যবহার করতে চলেছে এই গ্লোবাল লোকাল ব্যাংকটি। ব্যাংকটির প্রায় ১৫ মিলিয়ন ক্রেতা এ পদ্ধতি ব্যবহার করতে পারবেন। খুব শিগগিরই নিরাপত্তাব্যবস্থায় বায়োমেট্রিক যোগ হবে। ব্যাংক কর্তৃপক্ষ থেকে জানানো হয়, বর্তমান লগইন পদ্ধতির চেয়ে অনেক বেশি নিরাপদ বায়োমেট্রিক পদ্ধতি।
তা ছাড়া পাসওয়ার্ড ভুলে যাওয়া বা বদলে ফেলার ঝামেলা থেকে সেবাগ্রহণকারীদের মুক্তি দিতেই এমনটা করা হচ্ছে। আর সাইবার ক্রিমিনালদের দৌরাত্ম্য থেকে স্বস্তির মুক্তি মিলবে। এইচএসবিসি-এর কাস্টমার কন্টাক্ট বিভাগের প্রধান জো গর্ডন জানান, ক্লায়েন্টদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এ ব্যবস্থা হাতে নিয়েছি। পাসওয়ার্ড দিতে অনেক কিইছু মনে করতে হয়। যারা এ পদ্ধতি ব্যবহার করবেন তাদের ব্যাংকে ভয়েস প্রিন্ট জমা দিতে হবে। এর মাধ্যমে যে যেভাবে কথা বলেন সে অনুযায়ী এক অনন্য কণ্ঠের পাসওয়ার্ড তৈরি হবে।
তাই যেখানেই থাকেন না কেন, আঙুল বা কণ্ঠের প্রয়োগে সহজেই পাসওয়ার্ড ব্যবহার করতে পারছেন। কণ্ঠের মাধ্যমে অ্যাকাউন্টে প্রবেশ করতে একটি নির্দিষ্ট বাক্য বা বাক্যাংশ উচ্চারণ করতে হবে। কণ্ঠ চিনে প্রবেশাধিকার দেওয়া হবে। শুধু কণ্ঠ পরীক্ষাই করা হয় প্রায় ১০০টি ভিন্ন মাপজোকের মাধ্যমে। তাই কারো কণ্ঠ বসে গেলে বা ঠাণ্ডা লাগলেও কণ্ঠের বিশেষ কিছু বৈশিষ্ট্য বদলায় না। তাই কেই বিড়ম্বনার শিকার হবেন না। আসছে সপ্তাহে ভয়েস রিকগনিশন পদ্ধতি কার্যকর করবে ব্যাংকটি। গ্রীষ্মের মধ্যেই জনগণ তার ব্যবহার করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট এবং ভয়েস রিকগনিশন পদ্ধতিতে আইফোনের মাধ্যমে এইচএসবিসি-এর অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।