Tue. Sep 16th, 2025
Advertisements

11kখোলা বাজার২৪,সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০১৬: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ জন ভুয়া ডিবি পুলিশের সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডিবি’র জ্যাকেট, পুলিশ মনোগ্রাম, হ্যান্ডকাপ, ওয়াকিটিকি, টয় পিস্তল ও মাইক্রোবাস জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হাসান সরকার।
তিনি জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃতদের নাম পরিচয় জানাতে পারেন নি তিনি। আজ (সোমবার) সকাল সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়াজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।