Mon. Sep 22nd, 2025
Advertisements

14kখোলা বাজার২৪,সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০১৬: মিসরের জনপ্রিয় অভিনেত্রী ইলহাম শাহিন ঘোষণা দিয়েছেন, বিশ্বব্যাপী ত্রাস সৃষ্টিকারী মধ্যপ্রাচ্য ভিত্তিক আইএসের প্রধান নেতাকে যে হত্যা করতে পারবে, তাকে তিনি বিয়ে করবেন। এ ঘোষণায় বিশ্বে হৈচৈ পড়ে গেছে। এটায় শেষ না, তিনি এ বিষয়ে পত্রিকায় এক বিজ্ঞাপনও ছাপিয়েছেন।
পত্রিকায় ইলহাম শাহিন লিখেছেন, আইএসের প্রধান আবু বকর আল বাগদাদিকে হত্যা করে আমাকে বিয়ে করুন।
অভিনেত্রী এতে আরো উল্লেখ করেছেন, বিশেষ উপহার হিসেবে ওই ‘বীরপুরুষ’ পাবেন তার সঙ্গে কল্পনাতীত এক হানিমুন।
অভিনেত্রী জানিয়েছেন, বাগদাদীর মৃত্যুর মধ্যেই লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের শান্তি। তাই যে ব্যক্তি তাকে হত্যা করতে পারবে তাকেই তিনি জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করবেন।
তার নাগরিকত্ব, জাতি, ধর্ম, বর্ণ যাই হয়ে থাকুক। দরকার হলে তার দাসী হয়ে থাকতেও রাজি ৫৫ বছর বয়সী ওই অভিনেত্রী।
একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার পাওয়া ওই অভিনেত্রীর এর আগে দুইবার বিবাহবিচ্ছেদ হয়েছে।