Tue. Sep 16th, 2025
Advertisements

26kখোলা বাজার২৪,সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০১৬: বিএনপির তৃণমূল শক্তিশালী বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। তিনি বলেছেন, ‘আমাদের তৃণমূল শক্তিশালী। দল, নেত্রী ও কেন্দ্রের প্রতি তাদের শতভাগ বিশ্বাস রয়েছে।’
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভা থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদে কোন পরিবর্তন আসবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হান্নান শাহ বলেন, ‘এই পদটিতে পরিবর্তনের কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া নিয়ে বিদ্রোহী প্রার্থীর সংখ্যাও বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করে তিনি বলেন, ‘বিএনপি এতে শঙ্কিত নয়।’
দলের কাউন্সিল নিয়ে তিনি বলেন, ‘আমরা চাই সব সময় ত্যাগী ও যোগ্যদের নেতৃত্বে আনতে। আর যেকোনো পরিবর্তন বা সংশোধন করা হয় ভালোর জন্যই।’