Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29kখোলা বাজার২৪,সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০১৬: জাতীয় বেতন স্কেলে অবমূল্যায়ন ও বেতন বৈষম্যের প্রতিবাদে পত্রমিছিল শুরু করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। সারা দেশ থেকে তাঁদের দাবি সম্বলিত পত্র প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হচ্ছে। আজ সোমবার শুরু হওয়া এ পত্র মিছিল চলবে আগামী ২৯ ফেব্র“য়ারি পর্যন্ত। এ ছাড়া এই সময়ে সারা দেশে মৌন মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ’র (আইডিইবি) পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি ঘোষণা করেন আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সভাপতি এ কে এম এ হামিদ, সহসভাপতি এ কে এম আব্দুল মোতালেব, যুগ্ম সম্পাদক ফজলুর রহমান খান ও আব্দুল নুমান, সাংগঠনিক সম্পাদক মো. রেহান মিয়া, অর্থ সম্পাদক মো. গিয়াস উদ্দিন. চাকরিবিষয়ক সম্পাদক আবুল বাসার প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা হয়, অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আশ্বাস দেওয়ার পরও প্রকৌশলীদের দাবি বাস্তবায়নে সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এ কারণে সারা দেশের লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলীরা ক্ষোভে ফুঁসছেন। তাই আবারো আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হলো। এসব কর্মসূচি পালনের পরও বেতন বৈষম্য নিরসন না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপসহকারী প্রকৌশলীদের প্রারম্ভিক বেতন ক্যাডার এন্ট্রি পদের একধাপ নিচে অর্থাৎ নবম গ্রেডে নির্ধারণের দাবি জানানো হয়।
আর বেতন বৈষম্য কমাতে ক্যাডার নন-ক্যাডার এন্ট্রি পদ একই গ্রেডে নির্ধারণের পাশাপাশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপসহকারী প্রকৌশলী পদে কর্মরতদের চাকরির চার বছর পূর্তিতে অষ্টম গ্রেড, আট বছর পূর্তিতে সপ্তম গ্রেড, ১২ বছর পূর্তিতে ষষ্ঠ গ্রেড ও ১৫ বছর পূর্তিতে পঞ্চম গ্রেডে স্কেল প্রদান এবং একইভাবে ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের গ্রেড পরিবর্তনের সুযোগ রাখার প্রস্তাব করা হয়। এ ছাড়া পদোন্নতির সুযোগ সৃষ্টির লক্ষ্যে চাকরির পাঁচ বছর পূর্তিতে সহকারী প্রকৌশলী, আট বছর পূর্তিতে উপবিভাগীয় প্রকৌশলী, ১৫ বছর পূর্তিতে নির্বাহী প্রকৌশলী, ২০ বছর পূর্তিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ২৫ বছর পূর্তিতে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতির বিধান রাখা এবং শূন্য পদ না থাকলে সুপার নিউমারি পদ সৃষ্টি করে টাইমবার পদোন্নতি প্রদানসহ বিভিন্ন দাবি জানানো হয়।