খোলা বাজার২৪,সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০১৬: গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে দেখা গেল কলকাতার জনপ্রিয় অভিনেতা ও চিত্রনাট্যকার পরমব্রত চট্টোপাধ্যায়কে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে কুষ্টিয়া জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হয়েছিলেন তিনে।
সঙ্গে ছিল ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রের পুরো ইউনিট। শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন শেষে সোশ্যাল মিডিয়া ফেসবুকে পরমব্রত লেখেন, এই প্রথম বাংলাদেশের বুকে দাঁড়িয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে অংশগ্রহণ করলাম। নিজেকে সৌভাগ্যবান মনে করছি, তার সঙ্গে গর্ববোধও করছি।
উল্লেখ্য, পরমব্রত বর্তমানে কুষ্টিয়ায় রয়েছেন সরকারি অনুদান নির্মাণাধীন ফাখরুল আরেফিনের পরিচালনায় ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রের শুটিং করতে। ওই ছবির টিমের পক্ষ থেকে প্রভাতফেরেতে অংশ নিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়।