Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47kখোলা বাজার২৪ মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৬: স্যামসাং ইলেকট্রনিক্স এবং এলজি ইলেকট্রনিক্স, রবিবার নিজেদের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস উন্মোচন করেছে স্মার্টফোন বাজারের এই দুই প্রতিদ্বন্দ্বী।
স্মার্টফোন বাজারে নিজেদের গতি ফিরিয়ে আনতে প্রতিষ্ঠানদুটি এই ডিভাইসগুলো এনেছে বলে জানিয়েছে রয়টার্স।
২০১৬ সালও স্মার্টফোন বাজারের জন্য খুব একটা ভালো যাবে না বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। বিশ্ববাজারে মুদ্রামূল্য কমে থাকার কারণে ক্রেতাদের ক্রয় ক্ষমতা কমে যাওয়াকে এক্ষেত্রে কারণ হিসেবে দেখা হচ্ছে। সেই সঙ্গে চীনা উৎপাদনকারীরা তাদের ব্যবসাকে দেশের বাইরে বিস্তার করার চেষ্টা চালানোয়, অন্যান্য স্মার্টফোন নির্মাতার কারবারেও প্রভাব পড়ছে।
বাজারে নিজেদের শেয়ার ফিরে পেতে গ্যালাক্সি এস৭ স্মার্টফোনের দুটি সংস্করণ এনেছে স্যামসাং। উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ-কে। সবাইকে অবাক করে মঞ্চে একজন বিক্রয় প্রতিনিধি’র ভূমিকায় অবতীর্ণ হন জাকারবার্গ। তার ভার্চুয়াল রিয়ালিটির বর্ণনা শুনতে মঞ্চের সামনে ছুটে আসেন শত শত মানুষ।
২০১৫ সালে নিজেদের ফ্ল্যাগশিপ ফোন নিয়ে ব্যর্থতার পর, এবার জি৫ সিরিজের নতুন একটি স্মার্টফোন এনেছে এলজি। এইফোনে আগের মডেলগুলোর চেয়ে উন্নত ক্যামেরা ও অডিও ব্যবহার করা হয়েছে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।
শুধু নতুন স্মার্টফোনই নয়, এর সঙ্গে ভার্চুয়াল রিয়ালিটি হ্যান্ডসেট আর একটি ড্রোন কন্ট্রোলারও এনেছে এলজি। এই ড্রোন কন্ট্রোলার জি৫ এর সঙ্গে যুক্ত করে ব্যবহার করা যাবে।
দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠান এইচডিসি অ্যাসেট ম্যানেজমেন্ট-এর ফান্ড ম্যানেজার পার্ক জুং-হুন বলেন, “আমি মনে করি নতুন এই পণ্যের মাধ্যমে এলজি তাদের মোবাইল ব্যবসা পুনরুদ্ধারে সক্ষম হবে, যেহেতু তারা জি৫-এর মাধ্যমে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে।”
কিন্তু স্যামসাংয়ের নতুন ফোনটি হয়ত আলোড়ন সৃষ্টি করতে পারবে না– মত প্রকাশ করেন তিনি।
ইতোমধ্যে চীনের বাজারে নিজেদের মোবাইল লেনদেন সেবা অ্যাপল পে চালু করেছে টেক জায়ান্ট অ্যাপল। এর এক মাস পরই চীনে স্যামসাং পে চালু করা হচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি।