খোলা বাজার২৪ রবিবার,২৮ ফেব্রুয়ারি ২০১৬: শিক্ষার্থীদের নির্যাতন বন্ধে শতভাগ স্কুলেই মানা হবে হাইকোর্টের নির্দেশনা। ৬৪ হাজার প্রাথমিক বিদ্যালয়ের সব ক’টিতেই প্রধান শিক্ষকের কক্ষে নির্দেশনাগুলো টাঙানো থাকবে। শুধু তাই নয়, নতুন শিক্ষক নিয়োগের সময় এসব মেনে চলার শপথ নেবেন তারা।
এমন তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। আজ রবিবার দুপুরে রাজধানীর সচিবালয়ে তার কক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, ব্লাস্ট অনারারি নির্বাহী পরিচালক সারা হোসেন, সেভ দ্য চিলড্রেনের চাইল্ড প্রটেকশন পরিচালক লায়লা খন্দকার, অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার লায়লা করিম, ব্লাস্ট পরিচালক ও আইন উপদেষ্টা এস এম রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।