Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

23kখোলা বাজার২৪ রবিবার,২৮ ফেব্রুয়ারি ২০১৬: হঠাৎ করেই পুলিশ এসে হাজির। তারপর তাকে গ্রেফতার করে তুলে নেয়া হল পুলিশের গাড়িতে। মুহূর্তেই সব ঠাণ্ডা হয়ে গেল। কাল মাহিরা ও শাহরুখের নতুন ছবি ইন্টারনেটে আসার পর আজই তাকে গ্রেফতার করা হল। কিন্তু কেন?
আগে কোন দুশ্চিন্তা করার আগে পুরো খবর জেনে নিন। শাহরুখ তার নতুন ছবি রইসে অভিনয় করছেন। সেখানে তিনি একজন মাফিয়া ডন চরিত্রে অভিনয় করছেন। তার সেই অভিনয়ের এক পর্যায়ে তাকে গ্রেফতার হতে হবে।
প্রথমবারের মত এই সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করছেন পাকিস্তানী মডেল মাহিরা খান। শাহরুখকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তাকে অনেক বেশি চিন্তিত দেখা যায়। কারণ তার স্বামী মিয়ানকে (শাহরুখ খান) পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল।
গতকাল শাহরুখ ও মাহিরার অনেক আনন্দঘন মুহূর্তের ছবি প্রকাশিত হয়। আবার আজই তাদের মাঝে শোকের ছায়া। বর্তমানে এই ছবির শুটিংয়ের জন্য সকলে মুম্বাইতে অবস্থান করছেন। এ বছরের ঈদে শাহরুখ ও সালমানের ছবি একত্রে মুক্তি পাবে। শাহরুখের রাইস এবং সালমানের সুলতান, দেখা যাক এই দ্বৈরথে জয়ের মুকুট কার অধীনে থাকে।–সুত্র: বলিউড লাইফ।