Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১ মার্চ ২০১৬ : গত বছরের ১ অক্টোবর থেকে চলতি বছরের ফেব্র“য়ারি পর্যন্ত ৫ মাসব্যাপী সময়ে গাজা ভূখ-, অধিকৃত পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে হামলা চালিয়ে কমপক্ষে ১৮৬ জন ফিলিস্তিনিকে হত্যা ও ১৫,৬৪৫ জনকে আহত করেছে ইসরাইলি বাহিনী।
একই সময়ে, ফিলিস্তিনিদের প্রতিরোধের মুখে ৩৩ ইসরাইলি নিহত হয়েছে।
সাম্প্রতিক এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।
ফিলিস্তিন রেড ক্রিসেন্ট (পিআরসি) এক বিবৃতিতে জানায়, নিহত ১৮৬ জনের মধ্যে এবছরের শুরুতেই ৪১ জনকে হত্যা করে ইসরাইলি দখলদার বাহিনী।
পিআরসি জানায়, গত ৫ মাসে নিহতদের মধ্যে পূর্ব জেরুজালেমের ৪১ জন, হেবরন ও রামাল্লার ৭৩ জন, জেনিনের ১৯ জন, বেথেলহেমের ১০ জন, নাবলুসের ১০ এবং ৫ জন করে তুকার্ম ও সালফিতের বাসিন্দা ছিলেন।
সংস্থাটি আরো জানায়, নিহতদের ৮৮ জনকে ইসরাইলিদের কথিত ছুরিকাঘাত চেষ্টার দায়ে, ৫৩ জন ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে, ২১ জন কথিত গাড়ি উঠিয়ে দেয়ার অভিযোগে ও ১০ জনকে অন্যান্য অভিযোগে হত্যা করা হয়।
এছাড়া, গাজায় বিস্ফোরণে এক ফিলিস্তিনি শিশু ও ইসরাইলি কারাগারে বন্দী অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।
বিবৃতিতে আরো বলা হয়, এসময় ইসরাইলি গুলিতে ১,১৫,৬৪৫ জন ফিলিস্তিনি আহত হয় যাদের মধ্যে ১,৪১৮ জন মারাত্মকভাবে আহত হয় এবং আরো ৩,১৫৩ জন রাবার বুলেটেবিদ্ধ হয়।
এদিকে, ইসরাইলি সংবাদমাধ্যমে বলা হয়েছে ৩৩ জন ইসরাইলি নিহত হওয়ার পাশাপাশি আরো ৩১১ জন ফিলিস্তিনিদের হামলায় মারাত্মক আহত হয়েছে। এর মধ্যে ১৮৮ জন ছুরিকাঘাতে, ৭৫ জন গুলিতে ও ৩৯ জন গাড়ি দুর্ঘটনায় আহত হয়।
গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনিরা নতুন করে ইসরাইলিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ায় এ হতাহতের ঘটনা ঘটে।