Thu. Sep 18th, 2025
Advertisements

48kখোলা বাজার২৪, বুধবার, ২ মার্চ ২০১৬ : বোলারদের নৈপুণ্যে কম রানেই পাকিস্তানকে বেঁধে রাখতে পেরেছে বাংলাদেশ। ফাইনালে উঠতে স্বাগতিকদের চাই ১৩০ রান।
শূন্য রানে পাকিস্তানের অধিনায়ক শহিদ আফ্রিদিকে (২ বলে শূন্য) ফেরালেন আল আমিন হোসেন। মুখোমুখি হওয়া প্রথম বলে আরাফাত সানিকে ক্যাচ দিয়ে কোনোমতে বেঁচে যান আফ্রিদি। পরের বলে সাব্বির রহমানকে ক্যাচ দিলে বিদায় নিশ্চিত হয়ে যায় তার।
পাকিস্তানের প্রতিরোধ ভাঙলেন আরাফাত সানি। নিজের শেষ ওভারে এই বাঁহাতি স্পিনার ফিরিয়েছেন বিপজ্জনক শোয়েব মালিককে (৩০ বলে ৪১)। উড়িয়ে সীমানা ছাড়া করতে গিয়ে সাব্বির রহমানের তালুবন্দি হন তিনি।
ভালো বোলিংয়ের পুরস্কার পেলেন তাসকিন আহমেদ। উমর আকমলকে ফিরিয়েছেন টুর্নামেন্ট জুড়ে চমৎকার বোলিং করা এই পেসার। তার বলে সাকিব আল হাসানকে ক্যাচ দিয়েছেন আকমল (১১ বলে ৪)।
আল আমিন হোসেন, আরাফাত সানির পর নিজের প্রথম ওভারে আঘাত হেনেছেন মাশরাফি বিন মুর্তজাও। বাংলাদেশের অধিনায়কের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন মোহাম্মদ হাফিজ (১১ বলে ২)।
দলে ফিরে নিজের প্রথম ওভারেই আঘাত হেনেছেন আরাফাত সানি। এই বাঁহাতি স্পিনারের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে বোল্ড হয়েছেন শারজিল খান (৮ বলে ১০)।
তাসকিন আহমেদের প্রথম ওভারটা কোনোমতে কাটিয়ে দিয়েছিলেন খুররম মনজুর (৭ বলে ১)। কিন্তু আল আমিন হোসেনকে ঠেকাতে পারলেন না এই ডানহাতি ব্যাটসম্যান। বল তার গ্লাভস ছুঁয়ে জমা পড়ে মুশফিকুর রহিমের গ্লাভসে।
এ নিয়ে তৃতীয়বার টি-টোয়েন্টিতে নিজের প্রথম ওভারে উইকেট পেলেন আল আমিন।
এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ।
টসের সময় বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, টস জিতলে ব্যাটিং নিতেন তিনিও।
দুই অধিনায়কের চাওয়াতেই অনেকটা বোঝা যাচ্ছে উইকেটের সম্ভাব্য চরিত্র। এখনও পর্যন্ত এটি এবারের টুর্নামেন্টের সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট। ঘাস প্রায় একেবারেই উধাও। পিচ রিপোর্টে ডিন জোন্স বললেন, ১৬০ রান করতে পারলে মোটামুটি ভালো লক্ষ্য হবে।
বাংলাদেশ দলে পরিবর্তন আছে দুটি। চোট পাওয়া মুস্তাফিজুর রহমানের জায়গায় এসেছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি, উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসানের জায়গায় ওপেনার তামিম ইকবাল।
পাকিস্তান দলে পরিবর্তন একটি। বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের জায়গায় এসেছেন পেস বোলিং অলরাউন্ডার আনোয়ার আলি।