Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০১৬ : সুন্দরবনে র‌্যাব ও কোস্ট গার্ডের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন চার বনদস্যু নিহত হয়েছেন।
র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম বলছেন, বৃহস্পতিবার ভোরে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালি চান্দেশ্বর এলাকায় বনদস্যু দল ‘নয়ন বাহিনীর’ সঙ্গে গোলাগুলির এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই দস্যুদলের প্রধান মনির এবং তার সহযোগী এনাম, গিয়াস ও হাসান।
এই অভিযানে বিভিন্ন ধরনের ১৮টি আগ্নেয়াস্ত্র, সাড়ে চারশ গুলি এবং কিছু ধারালো অস্ত্র পাওয়ার কথা র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির।
লেফটেন্যান্ট কর্নেল ফরিদ জানান, কয়েক দিন আগে বরগুনার পাথরঘাটা থেকে ১৯ জেলেকে মুক্তিপণের জন্য অপহরণ করে নয়ন বাহিনীর দস্যুরা। অপহৃত জেলেদের উদ্ধারে গত দুদিন ধরেই র‌্যাব ও কোস্ট গার্ডের যৌথ অভিযান চলছিল।
“আজ ভোর সাড়ে ৬টার দিকে কচিখালি চান্দেশ্বর এলাকায় অভিযানে গেলে সেখানে অবস্থানরত বনদস্যুরা গুলি ছোড়ে। যৌথ দলের সদস্যরা পাল্টা জবাব দিলে প্রায় ৪০ মিনিট গোলাগুলি চলে। পরে দস্যুরা বনের গভীরে পালিয়ে গেলে তল্লাশি চালিয়ে মনিরসহ চারজনের লাশ পাওয়া যায়।”
এই র‌্যাব কর্মকর্তা বলেন, মনির ও তার দলবল দীর্ঘদিন ধরে দস্যুতা, অপহরণ করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। মনির সুন্দরবন এলাকায় পুলিশের তালিকাভুক্ত একজন বনদস্যু।
চারজনের লাশ শরণখোলা থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে এই র‌্যাব কর্তকর্তা জানান।