Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০১৬ : সাত খুন মামলার বাদীপক্ষের জেরা পিছিয়ে ১৪ মার্চ ধার্য করেছে আদালত। আজ বৃহস্পতিবার মামলার বাদী সেলিনা ইসলাম বিউটিকে জেরার কথা ছিল আসামিপক্ষের আইনজীবীদের। এ উপলক্ষে সাত খুন মামলার প্রধান আসামি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নূর হোসেনসহ ২৩ জনকে আদালতে হাজির করা হয়েছিল।
আদালতে হাজির করা অন্য আসামির মধ্যে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১১) সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, কমান্ডার এম এম রানা ও মেজর আরিফ হোসেন উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম ওয়াজেদ আলী খোকন জানান, এর আগে সাত খুনের দুটি মামলার দুজন বাদীর সাক্ষ্য আদালত গ্রহণ করেছেন। আজ নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটিকে আসামিপক্ষের আইনজীবীদের জেরার কথা ছিল।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের লিংক রোড থেকে দুপুরে জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যা করে তাঁদের লাশ শীতলক্ষ্যায় ফেলে দেওয়া হয়। ৩০ এপ্রিল ছয়জন এবং পরের দিন একজনের মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুটি মামলা হয়।