Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3kখোলা বাজার২৪, শনিবার, ১২ মার্চ ২০১৬ : নোয়াখালীর হাতিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে চারজন নিহত হয়েছেন।
শুক্রবার মধ্যরাতে বয়ারচরের চেয়ারম্যান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে হাতিয়া থানার ওসি আনিসুল হক জানিয়েছেন।
তিনি বলেন, একটি ইঞ্জিন চালিত নৌকায় করে ৮-১০ জন ডাকাত রামদা,বগিদা নিয়ে টাঙ্কির ঘাটের দিকে যাচ্ছিল। পথ হারিয়ে তারা বয়ারচরের চেয়ারম্যান ঘাট এলাকায় চলে আসে।
“চলাফেরায় স্থানীয়দের সন্দেহ হলে তারা তাদের আটকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই চার ডাকাতের মৃত্যু হয়। বাকিরা পালিয়ে যায়।”
এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
লাশ তিনটিও একই হাসপাতালে নেওয়া হয়েছে।