খোলা বাজার২৪, শনিবার, ১২ মার্চ ২০১৬ : টেলিভিশনের ঝিরঝিরে ছবি দেখার বিড়ম্বনা দূর করতে দেশে প্রথম বারেরমতো এল ডিরেক্ট হোম বা ডিটিএইচ ব্রান্ডের রিয়েল ভিউ। কেবল সংযোগের নানা র্দুভোগের পরিবর্তে বিনা তারের এ সেবায় গ্রাহকরা সীমিত বাজেটে দেখার সুযোগ পাবেন ঝকঝকে ছবি আর শব্দের দেশি-বিদেশি অনেকগুলো টেলিভিশন চ্যানেল।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে রিয়েল ভিউ এর লোগো উন্মোচনে এসব তথ্য জানানো হয়।
‘ডিরেক্ট হোম বা ডি টি এইচ’ অর্থ্যাৎ সরাসরি বাসাবাড়িতে স্যাটেলাইট সংযোগ প্রযুক্তি। ক্যাবল অপারেটরের টানানো তারের পরিবর্তে তারবিহীন প্রযুক্তির এই আধুনিক সেবায় সরাসরি স্যাটেলাইট টিভি দেখার সুযোগ পাবেন গ্রাহকরা।
ডি টি এইচের উদ্যোক্তারা জানালেন, এই ডিটিএইচ প্রযুক্তি দেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চালু হচ্ছে রিয়েল ভিউ।
২০১৩ সালের শেষের দিকে তথ্য মন্ত্রণালয় বেক্সিমকো কমিউনিকেশনসকে ডিটিএইচ সেবার লাইস্যান্স দেয়।পরের বছর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। উদ্যোক্তারা জানিয়েছেন আগামী দুই মাসের মধ্যে গ্রাহকরা এই সেবা পাবেন।
বেক্সিমকো কমিউনিকেশনেস’র প্রধান নির্বাহী দিমিত্র লেপিস্কি বলেন, ‘বর্তমান বিশ্বে টেলিভিশন দেখার ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি এটি। এর মাধ্যমে স্যাটেলাইট থেকে টেলিভিশনে সরাসরি সিগন্যাল পাওয়া যাবে। ফলে ক্যাবল সংযোগ ছাড়াই গ্রাহকেরা বিভিন্ন চ্যানেল দেখতে পারবেন। এতে ছবি ও শব্দ আরো আকর্ষনীয় হবে।’
তবে এর উদ্যোক্তারা জানিয়েছেন শুরুতে রিয়েল ভিউ’র গ্রাহক সেবা পাবেন মহানগরীর এলাকার গ্রাহকরা। শীঘ্রই এই সেবা গোটা দেশে সম্প্রসারিত করা হবে।
বেক্সিমকো কমিউনিকেশনস’র পরিচালক প্রকাশ দাস বলেন, আমাদের এ সেবা দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সব জায়গায় পৌঁছে যাবে এবং আমাদের এই সেবা সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকবে।
মাসে ৩’শ টাকায় ২৬টির বেশি বাংলা চ্যানেলসহ শতাধিক টিভি চ্যানেল দেখতে পারবে রিয়েল বিউর গ্রাহকরা।