Fri. Sep 19th, 2025
Advertisements

38kখোলা বাজার২৪, সোমবার, ১৪ মার্চ ২০১৬ : এই সময়ে দামি রেস্টুরেন্টে ঢোকার আগে প্রায় প্রত্যেকেই প্রথমে নিজের পকেটের খোঁজ-খবরটা সেরে নেয়। কারণ উ”চমূল্যের এই বাজারে পানির জন্যও পয়সা গুনতে হয়। কিন্তু যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডের একটি রেস্টুরেন্টে খেতে গেলে কোনো পয়সা লাগবে না। পয়সা ছাড়া পেটপুরে খাওয়া যাবে এমন কথা শুনলে যে কেউই বিস্মিত হবেন। কিন্তু অবাক করার মতো এমন অফার নিয়ে হাজির হয়েছে সোলিহাল শহরের ক্রাস্ট রেস্টুরেন্ট।
শর্ত হলো, ছয় হাজার তিনশ ক্যালোরির বিশাল আকৃতির একটি বার্গার কেউ ২০ মিনিটে সাবাড় করতে পারলে তাকে আর পয়সা দিতে হবে না। অর্থাৎ প্রতি মিনিটে খেতে হবে ৩১৫ ক্যালোরির বার্গার। ‘মিস্টার বিগ’ নামের বিশাল আকৃতির বার্গারটির উ”চতা ১২ ইঞ্চি। আর নির্দিষ্ট সময়ের মধ্যে বার্গার শেষ করতে না পারলে গুনতে হবে পুরো ১৯.৯৫ পাউন্ডের বিল। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, চ্যালেঞ্জ নেয়া ব্যক্তিদের শতকরা ১০ জনই পরাজিত হয়ে বিল পরিশোধ করে বিদায় নিয়েছেন।