খোলা বাজার২৪, সোমবার, ১৪ মার্চ ২০১৬ : চলতি মাসের শেষ দিকে ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে নিউক্লিয়ার সিকিউরিটি সামিট। মার্চ ৩১ থেকে এপ্রিলের ১ তারিখ পর্যন্ত আয়োজিত ওই সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে এই সম্ভাবনার কথা ব্যক্ত করা হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র উপদেষ্টা সরতাজ আজিজ বলেন, ওয়াশিংটনে দু’দেশের শীর্ষ নেতা সাক্ষাৎ করতে পারেন। তারা দু’দেশের বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবেন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণেই ওই সভায় যোগ দেবেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তবে সরকারিভাবে এখনও এ সংক্রান্ত কোনো ঘোষণা দেয়া হয়নি।