Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

42kখোলা বাজার২৪, সোমবার, ১৪ মার্চ ২০১৬ : লোকসান কমাতে ও টিকে থাকতে অলাভজনক খাতে আর বিনিয়োগ করতে চাইছে না ইয়াহু। কর্মী ছাঁটাই তো রয়েছেই, এর পাশাপাশি এবার তারা বন্ধ করে দিতে যাচ্ছে তাদের বেশকিছু সেবা।
বন্ধ হবে এমন সেবার তালিকায় রয়েছে ইয়াহু গেমস, ইয়াহু লাইভটেক্সট এবং আঞ্চলিক মিডিয়ার অন্তর্গত সম্পত্তি। টাম্বলারে এক পোস্টের মাধ্যমে ইয়াহুর পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
এখন থেকে সাতটি সেবার ওপর জোর দেবে ইয়াহু। এগুলো হচ্ছে মেইল, সার্চ, নিউজ, স্পোর্টস, ফিন্যান্স ও লাইফস্টাইল।
ইয়াহুর গেমস সাইট এবং পাবলিশিং চ্যানেল আগামী ১৩ মে থেকে বন্ধ হয়ে যাবে। আর মাত্র গত বছর চালু হওয়া ইয়াহুর লাইভটেক্সট অ্যাপটিও। এই অ্যাপের মাধ্যমে ভিডিও চ্যাটিংয়ের সুবিধা থাকলেও তাতে কোনো শব্দের ব্যবহার ছিল না। অর্থাৎ ভিডিওতে একজন আরেকজনকে দেখতে পেতেন ঠিকই তবে ভাবের আদান-প্রদান করতে হতো টেক্সটের মাধ্যমেই।
ইয়াহুর দাবি, ভিডিও কমিউনিকেশনের ক্ষেত্রে অত্যন্ত দ্রুতগতির ছিল লাইভটেক্সট অ্যাপটি। তবে অ্যাপটি বন্ধ করে দেওয়ার পর এই প্রযুক্তি ইয়াহু ম্যাসেঞ্জারে ব্যবহার করা হবে।
এর পাশাপাশি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন ও ভারতে ইয়াহুর রাশিফল সেবাটিও বন্ধ হয়ে যাবে বলে ইয়াহুর পক্ষ থেকে জানানো হয়েছে।