Tue. Sep 23rd, 2025
Advertisements

37kখোলা বাজার২৪,বুধবার, ১৬ মার্চ ২০১৬: প্রায় ৫৬ শতাংশ এন্টিবায়োটিক ওষুধ কাজ করছে না। রাজধানী ঢাকার ৩০৫ রোগীর ওপর করা এ গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।
মঙ্গলবার নিজ কার্যালয়ে গবেষণার তথ্য প্রকাশ করে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, রাজধানীর তিনটি হাসপাতালে রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে পবা। গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ১৩ মার্চ পর্যন্ত এ গবেষণার কাজ করে পবা। দেশের সরকার স্বীকৃত গবেষণাগারে এসব পরীক্ষা করা হয় বলে জানায় পবা।
গবেষণার ফলে বলা হয়, রাজধানীর রোগীদের দেহে মধ্যে এন্টিবায়োটিক প্রতিরোধী ক্ষমতা বেড়েছে। এ কারণে জীবাণুর বিরুদ্ধে প্রথাগত এন্টিবায়োটিক কাজে আসছে না।
পবার সাধারণ সম্পাদক লেনিন চৌধুরী বলেন, মানবদেহে এন্টিবায়োটিক প্রতিরোধী ক্ষমতা বৃদ্ধি মানবসভ্যতার জন্যই বিরাট হুমকি। শরীরে অপরিকল্পিত এন্টিবায়োটিকের ব্যবহার এর অন্যতম কারণ। এ ছাড়া মুরগি ও মাছের খামারেও ব্যবহৃত এন্টিবায়োটিকে এসব ঝুঁকি বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিষয়টি জনস্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এবং সব দেশের সরকার ও সমাজকে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন পবার চেয়ারম্যান আবু নাসের খান, নির্বাহী সাধারণ সম্পাদক আবদুস সোবহান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাবেক পরিচালক ড. ফারমাজুল হক প্রমুখ।