Mon. Sep 15th, 2025
Advertisements

19kখোলা বাজার২৪, রবিবার, ২০ মার্চ ২০১৬ : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা লোপাটের বিষয়ে আগামী ৩০ দিনের মধ্যে কোনো কথা বলা যাবে না বলে জানিয়েছেন এ ঘটনায় ঘটিত তদন্ত কমিটির প্রধান ও বাংলাদেশে ব্যাংকের সাবেক গর্ভনর ড. ফরাস উদ্দিন।
তিনি বলেছেন, ‘তদন্তাধীন একটি বিষয় নিয়ে এ মুহূর্তে কিছু বলা যাবে না। বললে তদন্তকাজ ভিন্নখাতে চলে যাবে। একদম কোনো কথা বলা যাবে না। আমার একদম চুপ থাকতে হবে। আপনারা সহযোগিতা করবেন।’
রোববার বিকেলে রাজধানীর হেয়ার রোডে অর্থমন্ত্রীর বাসভবনে মন্ত্রীর সঙ্গে দেখা করে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তদন্তের স্বার্থে এই মুহূর্তে তদন্ত কমিটিতে নতুন কোনো সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে কিনা জানতে চাইলে ফরাস উদ্দিন বলেন, ‘একই মুহূর্তে কাউকে নেয়ার কোনো পরিকল্পনা নেই।’
রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্তে সাবেক গভর্নর ফরাস উদ্দিনকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করে বাংলাদেশ ব্যাংক।