Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32kখোলা বাজার২৪, রবিবার, ২০ মার্চ ২০১৬ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তেহরান ও আংকারার মধ্যে কার্যকরী সহযোগিতা থাকলে আঞ্চলিক যেকোনো সমস্যা সমাধান করা সম্ভব। মধ্যপ্রাচ্যের চলমান সমস্যা সমাধানে দু দেশ পরস্পরের দিকে সহযোগিতার হাত বাড়াতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
তুরস্ক সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে বৈঠকে আজ (শনিবার) তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি ইরান ও তুরস্কের মধ্যকার সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, ইরানের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকেও তুরস্কের সঙ্গে সম্পর্ক রক্ষার বিষয়ে অনেক বেশি গুরুত্ব দেয়া হয়। জাওয়াদ জারিফ আরো বলেন, ইরান ও তুরস্ক ধর্মীয় বিভাজনের চেয়ে ধর্মীয় নৈকট্য প্রতিষ্ঠার ক্ষেত্রে আদর্শ স্থাপন করতে পারে।
বৈঠকে এরদোগান বলেন, ইরান ও তুরস্কের মধ্যকার সম্পর্ক দুই প্রতিবেশী দেশ এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অবদান রাখতে পারে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, পশ্চিমারা চায় মুসলমানরা দুর্বল হয়ে পড়ুক। এ অবস্থায় ইরান ও তুরস্কের কাঁধে আঞ্চলিক সমস্যা সমাধানের বিষয়ে অনেক বড় দায়িত্ব রয়েছে। তিনি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল-কে ইরান ও তুরস্কের অভিন্ন শত্রু বলে উল্লেখ করেন।
ইরান ও তরুস্কের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরো বাড়ানোর ওপর জোর দিয়ে এরদোগান তার দেশ সফরের জন্য আবারো ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিকে আমন্ত্রণ জানান।
প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে বৈঠকের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাউদওগ্লু ও পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে বৈঠক করেন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি যৌথ সংবাদ সম্মেলনেও বক্তব্য রাখেন। আই আর আই বি।