খোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ : প্রথম দফায় ৭১৭ ইউনিয়ন পরিষদে নির্বাচনের প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে আদালতে আদেশে ভোলার পাঁচটিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।মঙ্গলবার ২১২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে বলে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানিয়েছেন।
ভোট স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদগুলো হলো- ভোলার লালমোহন উপজেলার বদরপুর ও রমাগঞ্জ; বোরহানউদ্দিনের বড়মানিকা ও পক্ষিয়া এবং চরফ্যাশনের চরমানিকা।
আসাদুজ্জামান বলেন, “মঙ্গলবার সকালে এই পাঁচটি ভোটের তালিকা থেকে বাদ যায়।
“প্রথম ধাপে ৭৫২ ইউনিয়ন পরিষদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও সীমানা জটিলতায় ও আদালতের আদেশে ২৭টি তফসিল থেকে বাদ পড়ায় ৭২৫টিতে ভোট হওয়ার কথা।
“মঙ্গলবার ভোট হচ্ছে ৭১২ ইউপিতে; বাকিগুলোর মধ্যে আগামী বুধবার ১১টি ও রোববার দুটিতে ভোট হবে।”
সোমবার বোরহানউদ্দিনের রসুলপুর, বাঞ্ছারামপুরের সোনারামপুর, মহেশখালীর কালারমারছড়া ও সারিয়াকান্দির কাজলা ইউপির ভোট বন্ধ হওয়ার পর মঙ্গলবার ২১৭টিতে ভোট হবে ইসির জনসংযোগ শাখা জানায়।
এর আগে চর এক্করিয়া, আলিমাবাদ, লতা, গোবিন্দপুর, আন্দারমানিক, সৈয়দপুর, লর্ডহার্ডিঞ্জ, আমতলী, শ্রীরামকাঠি, আইয়ুপুর, নানুপুর, আইলহাস, নাগদহ, ধুলাসার, মুজিবনগর, হরিহরনগর, ভারড়া ও মূলঘর ইউনিয়নকে প্রথম ধাপের ভোট থেকে বাদ দেয় ইসি।