Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ : বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’র সঙ্গে মিডিয়া পার্টনার হিসেবে সম্পৃক্ত হলো দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ২১ মার্চ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং ছবিটির প্রযোজক ও স্প্যাশ মাল্টিমিডিয়ার ম্যানেজিং পার্টনার কাওসার আহম্মেদ।
দীপঙ্কর দীপন পরিচালিত আলোচিত ছবি ‘ঢাকা অ্যাটাক’ ছবির মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ ও মাহিয়া মাহি। এছাড়াও দেখা যাবে এবিএম সুমন, আফজাল হোসেন, শতাব্দী ওয়াদুদ, নওশাবা প্রমুখকে।
ছবিটি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্র“নাইয়ে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক দীপন। এরই মধ্যে মালেশিয়ান ডিষ্টিবিউশন কোম্পানি কিউ-প্লেক্সের সঙ্গে এ সম্পর্কিত চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ আরো চারটি দেশের ডিস্ট্রিবিউটরদের সাথে বাঙালি অধ্যুষিত এলাকায় খুব শিগগিরই ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি মুক্তি দেয়ার বিষয়ে আলোচনা চলছে।
এই ছবির কাহিনিতে উঠে আসবে পুলিশ সদস্যদের গল্প। পুলিশ সদস্যরা নিজের মেধা ও সাহস দিয়ে কীভাবে কাজ করেন, তার কিছুটা হলেও দর্শক দেখতে পাবেন ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে। এর সঙ্গে থাকবে অ্যাকশন ও রোমান্স।
ছবিটির চিত্রনাট্য লিখেছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড নিবেদিত এই ছবি নির্মাণ করছে থ্রি হুইলারস লিমিটেড। ছবিটি প্রযোজনা করছে স্প­্যাশ মাল্টিমিডিয়া।