খোলা বাজার২৪, শুক্রবার, ২৫ মার্চ ২০১৬ : হলিউডে এন্ট্রি নিতে চলেছে দীপিকা। লস অ্যাঞ্জেলস-এ চলছে জমিয়ে ‘ট্রিপল এক্স’-এর শুটিং। টাইট শিডিউলের মাঝে রণবীরের জন্য সময় বার করলেন দীপিকা। একসঙ্গে কাটালেন কিছু সময়। বন্ধুর বিয়ে উপলক্ষে দীপিকা রয়েছে শ্রীলঙ্কা। তাই বুঝতেই পারছেন ঘটনাটি সাম্প্রতিক নয়। শ্রীলঙ্কা যাওয়ার আগে মুম্বাইতে রণবীরের ফ্ল্যাটে একান্তে সময় কাটান রণ-দীপি।
এ খবর আমার সবাই জানি। যেটা জানতাম না, সেটা দীপিকার মুম্বাই আসার আগে লস অ্যাঞ্জেলসে নায়িকার কাছে উড়ে গিয়েছিলেন রকস্টার। যদিও পুরোটাই গুঞ্জন। নিন্দুকেরা বলছেন। কিছুদিন আগে মুম্বাইয়ের খাবার মিস করছেন বলে টুইটারে একটি পোস্ট করেছিলেন নায়িকা। এক্স গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দিতেই নাকি কলার চিপস, চাকলি নিয়ে লস অ্যাঞ্জেলসে হাজির হয়েছিলেন রণবীর।