খোলা বাজার২৪, শুক্রবার, ২৫ মার্চ ২০১৬ : যদি প্রশ্ন করি কোন জিনিসটা ছাড়া এক মুহূর্তও চলেন না আপনি, তাহলে কী বলবেন আপনি? তাহলে সিংহভাগই উত্তর দেবেন স্মার্ট ফোন। আমাদের আধুনিক জীবনকে আরও স্মার্ট করে তুলেছে ওই হাতের মুঠোফোনটিই। জীবনকে এক নিমেষে আরও মে়ড ইজি বানিয়ে দিয়েছে আপনার মোবাইলই- কিন্তু যে আপনার এত কাছের, তার সম্বন্ধে সব কথা জানেন তো? নিচে মোবাইল নিয়ে এক ডজন কথা যা আপনি নাও জানতে পারেন-
ক্স মহাকাশে যাওয়া মহাকাশচারীদের কম্পিউটারের থেকেও বেশি কার্যকরী আপনার স্মার্টফোন।
ক্স টয়লেটের হাতলে যত সংখ্যক ব্যাকটেরিয়া আছে তার চেয়ে আঠারো গুণ বেশি সংখ্যক ব্যাকটেরিয়া থাকে মোবাইলে।
ক্স মোবাইল হারিয়ে ফেলার ভয়কে কী বলেন জানেন? মোবাইল হারিয়ে যাবে, অনেকেই এমন অমূলক ভয় পান, একে বলে নোমোফোবিয়া।
ক্স চীনে বাড়ির কম্পিউটারে নয়, মোবাইলেই বেশি ইন্টারনেটে ব্যবহার করেন গ্রাহকরা।
ক্স সমীক্ষায় প্রকাশ, প্রতিদিন একজন ব্যক্তি গড়ে শতাধিক বার মোবাইল আনলক করে।
ক্স ফিনল্যান্ডে মোবাইল ছোড়া একটি জনপ্রিয় খেলা।
ক্স মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবার মোবাইল বিক্রি হয়। ১৯৮৩ সালে চার হাজার ডলারে বিক্রি হয় প্রথম মোবাইলটি।
ক্স জাপানিরা শাওয়ারের তলায় স্নান করতে করতেও মোবাইলে কথা বলেন, তাই জাপানে নির্মিত হওয়া বেশির ভাগ মোবাইলই ওয়াটারপ্রুফ।
ক্স স্মার্টফোন গ্রাহকদের মধ্যে শতকরা ৬৫ শতাংশই কোনও অ্যাপ ডাউনলোড করেন না।
ক্স বিশ্বে যত ব্যক্তির বাড়িতে শৌচাগার আছে তার চেয়ে বেশি মানুষ মোবাইল ব্যবহার করেন।
ক্স বিশ্বের ৭০ শতাংশ মোবাইল তৈরি হয় চীনে। ৯৯ শতাংশ মোবাইল ভাইরাসের লক্ষ্য হল অ্যান্ড্রয়েড ফোন।
ক্স বিশ্বের সবচেয়ে টাফ মোবাইল ফোন হল সোনিম এক্সপি ৩৩০০ ফোর্স। ৮৪ ফুট উঁচু থেকে পড়েও অক্ষত ছিল মোবাইলটি। এর জন্য গিনেস বুকে রেকর্ড করে মোবাইলটি।