Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

39Kখোলা বাজার২৪, শুক্রবার, ২৫ মার্চ ২০১৬ : রানী আসবেন তাই, ১৮৪ বছর পর গোসল করলেন জনাথন। পড়তে নিশ্চয়ই ভুল হচ্ছে কিংবা প্রতিবেদকের লেখার ভুল- এমন ভাবছেন কি? এমনটি ভাবলে জেনে নিন, সত্যিই ১৮৪ বছর পর গোসল করতে চলেছে জনাথন।
দক্ষিণ আটলান্টিক মহাসাগরে নেপোলিয়ান বোনাপার্টের স্মৃতিজড়িত জনাথনের সেন্ট হেলেনা দ্বীপের বাসিন্দা জনাথনের বয়স অবশ্য ১৮৪ বছর নয়। আরো ৫০ বছর বাড়িয়ে তার বর্তমান বয়স প্রায় ২৩৪ বছর। কিন্তু এই সেন্ট হেলেনা দ্বীপে যখন তাকে নিয়ে আসা হয় তখন তার বয়স ৫০।
ইতালির সিসিলির শাসকের কাছ থেকে ভেট হিসেবে কচ্ছপ জনাথনকে পেয়েছিল ব্রিটেন। তারপর থেকে এখানেই এক চিড়িয়াখানায় আছে সে। ভাবলেশহীন ওই চোখ দিয়েই ২৮ জন ব্রিটিশ গভর্নরকে এই দ্বীপে আসতে দেখেছে কচ্ছপটি। জনাথনের জীবদ্দশায় মোট ৫১ জন প্রধানমন্ত্রী ব্রিটেন শাসন করেছেন। এত সব রাজনৈতিক কর্মকা-ের সাক্ষী জনাথন। কিন্তু এত অর্জনের পরও গোসলটা আর করা হয়ে ওঠেনি তার।
জনাথনের চিকিৎসক জো হলিনস জানান, উষ্ণমন্ডলীয় অঞ্চলের বিশেষ প্রজাতির কচ্ছপ এই জনাথন। স্থলেই জন্ম নেওয়া এই কচ্ছপ প্রজাতি পানিতে বাঁচতে পারে না। আর তাই যতদূর সম্ভব পানি এড়িয়ে থাকে এই প্রজাতির কচ্ছপগুলো। জনাথনেরও এর আগে কখনো গোসল করার রেকর্ড নেই। বৃষ্টির দিনে বিশেষ ব্যবস্থায় তৈরি খাঁচার ভেতরই থাকত কচ্ছপটি।
কিন্তু এত কিছুর পর কেন তার গোসল করার প্রয়োজন হলো? জো হলিনস জানান, কয়েকদিনের মধ্যেই সেন্ট হেলেনায় অবকাশে আসবেন ব্রিটেনের রাণী এলিজাবেথ। সাথে রাজ পরিবারের অন্যান্য সদস্যরাও আসবেন। তাঁরা সবাই দেখতে আসবেন জনাথনকে। আর তাই কচ্ছপটিকে গোসল করানোর কথা ভেবেছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
জো হলিনস জানান, তাঁর তত্ত্বাবধানেই জনাথনের গোসল করার কাজটি হয়েছে। আর এই গোসল করানোর আয়োজনটিও ছিল বেশ আড়ম্বরপূর্ণ। শল্য চিকিৎসার জন্য ব্যবহৃত সাবান থেকে শুরু করে বিশেষ ধরনের জালি সব ব্যবস্থা করা হয়েছিল জনাথনের গোসলের জন্য। বয়সের ভারে অনেকটাই কাবু এই কচ্ছপকে খুব সাবধানে গোসল করানো হয়। যাতে কোনোভাবে তার শরীরে আঘাত না লাগে।