খোলা বাজার২৪, শনিবার, ২৬ মার্চ ২০১৬: আবারও বিস্ফোরণ ব্রাসেলসে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার পুলিশি তল্লাশি চলাকালীন তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায় ব্রাসেলসের শহরতলি শেরবেক থেকে। পুলিশের গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। এই জঙ্গিদের সঙ্গে মঙ্গলবারের ভয়াবহ হামলার যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে বেলজিয়াম পুলিশ।